ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

কালভার্ট ভেঙে ঝুঁকিপূর্ণ সড়ক যোগাযোগ

কালভার্ট ভেঙে ঝুঁকিপূর্ণ সড়ক যোগাযোগ

কালভার্টটি চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর-স্বেতী নারায়ণপুর খালের ওপর-সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ১২:০০

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ভেঙে গেছে একটি কালভার্ট। এর ওপর কাঠ বিছিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। কালভার্টটি চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর-স্বেতী নারায়ণপুর খালের ওপর।

ঝুঁকিপূর্ণ সড়কটিতে চলাচলকারী স্কুলছাত্রী তাহমিনার মা বলেন, ভাঙা কালভার্টের ওপর দিয়েই প্রতিদিন বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়। কিন্তু ভয় লাগে, কখন যে দুর্ঘটনার শিকার হতে হয়।

স্থানীয়রা জানান, কালভার্টটির বেশিরভাগ ঢালাই ভেঙে পড়েছে। আংশিক রডের ওপরে বিভিন্ন কাঠের টুকরা ও টিনের পাত বিছিয়ে সড়ক যোগাযোগ ঠিক রাখা হয়েছে। এতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পাঁচ বছর ধরে সংস্কার না হওয়ায় অনেক দূর ঘুরে চলাচল করতে হয় এলাকাবাসীকে।

কয়েকজন অটোবাইক চালক জানান, কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত ঝুঁকিপূর্ণ জায়গায় নতুন করে কালভার্ট নির্মাণের দাবি তাঁদের।

ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর বলেন, পাথৈর খালের ওপর থাকা কালভার্টটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলামের (বীরউত্তম) বিশেষ হস্তক্ষেপে একটি সেতু হতে যাচ্ছে। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ঠিকাদার নিয়োগ করা হয়েছে। বর্ষার পানি কমামাত্রই কাজ শুরু হবে।

শাহরাস্তি উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান জানান, সেতু নির্মাণকাজের দরপত্র সম্পন্ন হয়েছে। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হবে। বর্ষার পানি কমলে কাজ ধরা হবে।

আরও পড়ুন

×