ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে হোটেলে তরুণীর মরদেহ

কক্সবাজারে হোটেলে তরুণীর মরদেহ

আরাফাত হোটেল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০০:৫৯ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০০:৫৯

কক্সবাজারের উখিয়ার একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উখিয়া সদর এলাকায় উপজেলা পরিষদ গেট সংলগ্ন জলিল প্লাজার আরাফাত হোটেলের চতুর্থ তলার ৩০৪নং কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষ করে। এরপর মরদেহটি উখিয়া থানায় নিয়ে যাওয়া হয়। কালো বোরকা ও সাদা শার্ট পরিহিত তরুণীর মরদেহটি ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।

হোটেলের রেজিস্ট্রারে লিপিবদ্ধ তথ্য বিবরণী বলছে, ৩০৪নং কক্ষটি সোমবার সন্ধ্যা ৬টায় ৩০০ টাকার বিনিময়ে ভাড়া নেন নুসরাজাহান লিজা (২৩) নামে এক তরুণী, যেখানে তার ঠিকানা- হ্নীলা, টেকনাফ ও পেশা চাকরি উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিবরণীতে বাবার নাম জিসান মিয়া ও মাতা রোজিনা এবং একটি ফোন নম্বর উল্লেখ করা হয়েছে।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, মধ্যরাতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ভেতর থেকে রুমটি বন্ধ ছিল। সকালে সিআইডির প্রাথমিক তদন্ত শেষে মরদেহ থানায় রাখা হয়েছে।

বিপুল চন্দ্র দে আরও জানান, নিহত তরুণী একা ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। রেজিস্ট্রারে লিপিবদ্ধ ফোন নম্বরটি বন্ধ এবং এখনও তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।

কী কারণে এ ঘটনা ঘটল? সে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে উল্লেখ করে বিপুল জানান, এ ব্যাপারে তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

whatsapp follow image

আরও পড়ুন

×