ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

স্কুলছাত্রীকে জোর করে বিয়ে করার অভিযোগে মামলা, আটক ২

স্কুলছাত্রীকে জোর করে বিয়ে করার অভিযোগে মামলা, আটক ২

 নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৩:৩৭ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৩:৩৭

যশোরের অভয়নগরে এক স্কুলছাত্রী (১১) কে জোর করে বিয়ে করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে মামলা দায়েরের পর তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার বুইকরা গ্রামের আলম মোল্যার ছেলে হাফিজুর রহমান ও আল হেলাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন।  

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, গত ১৫ জুলাই ওই স্কুলছাত্রী ও তার মা একটি বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যায়। সেখানে থেকে অভিযুক্ত হাফিজুর রহমান মা ও মেয়েকে আটকে রাখে। পরে স্কুল শিক্ষক রুহুল আমিনকে দিয়ে একটি নিকাহনামা কাগজে স্বাক্ষর করে নেন এবং মেয়েকে রেখে মাকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর হাফিজুর ওই স্কুলছাত্রীর সঙ্গে তার বিয়ে হয়েছে বলে প্রচার করে। এটা মেনে নিলে না মেয়েটির পরিবারকে ভয়ভীতি দেখায়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা গত বৃহস্পতিবার অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানজিলা আক্তারের কাছে লিখিত অভিযোগ দেন। রোববার ইউএনও বিষয়টি অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামীম হাসানকে তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। অভিযুক্ত হাফিজুর রহমানের স্ত্রী ও একটি মেয়ে সন্তান রয়েছে।

শিক্ষক রুহুল আমিনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনা স্বীকার করে বলেন, আমি অনেক বার বলেছি, এমন কাজ করবো না, দুই পক্ষের চাপে বিয়ে দিতে বাধ্য হয়েছি। আমার চরম ভুল হয়েছে, এমন ভুল আর হবেনা।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, বিষয়টি তদন্ত করে মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত  হাফিজুর রহমান ও রুহুল আমিনকে আটক করা হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×