ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

বৃষ্টিপ্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

বৃষ্টিপ্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

বৃষ্টি কামনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কৃষকরা ইসতিসকার নামাজ আদায় করার পর বিশেষ মোনাজাত করছেন।

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৪:৫৫ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৪:৫৭

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় কৃষকরা। শ্রাবণ মাসেও প্রচণ্ড খরা থেকে নিস্তার ও বৃষ্টির কামনায় মঙ্গলবার সকালে উপজেলা ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এতে ইমামতি করেন মাওলানা আব্দুর রহমান ফরাজী। এলাকার কয়েক হাজার কৃষক এই ইসতিসকার নামাজ আদায় করেছেন। পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমাসহ কৃষকের আশীর্বাদের বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

কৃষিনির্ভর জেলা উপকূলীয় পটুয়াখালী। আষাঢ় গড়িয়ে শ্রাবণ চলে এল। কিন্তু দেখা নেই বৃষ্টির। ভরা বর্ষাতেও বৃষ্টি না হওয়ায় এ এলাকার কৃষকরা পড়েছেন চরম বিপাকে। সময় পেরিয়ে গেলেও করতে পারছেন না আমান চাষাবাদ।

প্রখর খরা ও দাবদাহে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের বীজতলা। বিকল্প পদ্ধতিতে চাষাবাদ করার জন্য সেই সেচের ব্যবস্থা, এর ফলে রোপা আমন আবাদের ভরা মৌসুমেও কৃষকরা ধানের চারা রোপণ করতে পারছেন না।

তাই শ্রাবণের তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে ও কৃষকদের আশীর্বাদের বৃষ্টির কামনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কৃষকরা এই ইসতিসকার নামাজ আদায় করেছেন।

প্রসঙ্গত, পটুয়াখালী জেলায় আবাদযোগ্য কৃষি জমি রয়েছে ২ লাখ ৩ হাজার ৮১১ হেক্টর এবং জেলায় এ বছর আমন আবাদের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৯২৩ হেক্টর। ১৩ হাজার ৮৮৮ হেক্টর জমি অনাবাদি রয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×