নিউমার্কেট থেকে স্বর্ণের চেইন ছিনতাই, গ্রেপ্তার ২
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৫:৩২ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৫:৩২
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাদের চট্টগ্রাম কারাগারে পাঠায় আদালত। এর আগে সোমবার দুপুরে নগরের নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ছিনতাইকারীরা হলেন শাওন ফরাজী প্রকাশ শাউন ও ফয়সাল সিকদার আপন।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল বিকেল ৫টায় পূজা দাশ নামে এক ভুক্তভোগী রিকশায় করে সদরঘাট যাচ্ছিলেন। নগরের নিউমার্কেট এলাকায় আসার পর ছিনতাইকারীরা তাকে ভয়ভীতি দেখিয়ে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে ওই ভুক্তভোগী থানায় মামলা করেন।
কোতোয়ালি থানার এসআই মোমিনুল হাসান জানান, অভিযোগের পর ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে কাজ শুরু করে। একপর্যায়ে ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি ও ডবলমুরিং থানায় একাধিক ছিনতাই, ডাকাতি ও চুরির মামলা রয়েছে।
- বিষয় :
- ছিনতাইকারী
- পুলিশ