ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

মহাসড়ক পার হচ্ছিল ২ বান্ধবী, ধাক্কা দিল মাইক্রোবাস

মহাসড়ক পার হচ্ছিল ২ বান্ধবী, ধাক্কা দিল মাইক্রোবাস

ফাইল ছবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৫:৪৪ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৫:৪৪

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যালয়ে যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় চতুর্থ শ্রেণির এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বৈলতলী নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় অপর এক শিশুশিক্ষার্থী গুরুতর আহত হয়।

নিহত শিক্ষার্থী মরিয়ম (৯) বৈলতলী গ্রামের রেজাউল করিমের মেয়ে। আহত তাজমিরা (১০) একই এলাকার সরোয়ার হোসেনের মেয়ে। তারা স্থানীয় বৈলতলী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাসিমা খাতুন জানান, দুপুর ১২টার দিকে মরিয়ম ও তাজমিরা স্কুলে আসার জন্য মহাসড়ক পার হচ্ছিল। এ সময় খুলনাগামী মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মরিয়ম নিহত ও তাজরীন আহত হয়। তাজরীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শেখ আবুল হাসান বলেন, ঘাতক মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×