শৈলকুপায় ৬ হিন্দু বাড়িতে হামলার ঘটনায় মামলা
হামলার ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৮:৩৯ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৮:৩৯
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামারিয়া গ্রামে গত রোববার রাতে ছয় হিন্দু বাড়িতে হামলার ঘটনায় বগুড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ মুন্সিসহ ৩২ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাত আরও ২৩ জনকে আসামি করা হয়েছে।
গত সোমবার রাতে ধলাচন্দ্র ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রতন চন্দ্র কুণ্ডু বাদী হয়ে শৈলকুপা থানায় মামলাটি করেন। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কোনো আসামি আটক হয়নি।
গত রোববার রাতের ওই হামলায় ১৫ ব্যক্তি আহত হন। অভিযোগ আছে, ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ইউপি সদস্য ফরিদ মুন্সির নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
- বিষয় :
- হিন্দু বাড়িতে হামলা
- মামলা