খুলনায় ১৮৯ পিস ইয়াবাসহ যুবক আটক
প্রতীকী ছবি।
খুলনা ব্যুরো
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৯:৩৬ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৯:৩৬
খুলনা মহানগরীতে ১৮৯ পিস ইয়াবাসহ ইমতিয়াজ শেখ রনি নামে এক যুবককে আটক করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। আজ মঙ্গলবার বিকেলে মহানগরীর দৌলতপুর থানার পাবলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ইমতিয়াজ ওই এলাকার অলিউল্লাহ শেখের ছেলে ও গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহর আপন ভাতিজা। এসএম শফিউল্লাহ আগে খুলনার এসপি ছিলেন।
অভিযানের নেতৃত্ব দেওয়া খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন বলেন, যে বাড়ি থেকে ইয়াবা জব্দ করা হয়েছে, সেই বাড়িতে গাজীপুরের এসপি এসএম শফিউল্লাহর ভাইয়ের পরিবারের সদস্যরা থাকেন। ইমতিয়াজের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে মামলা করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান বলেন, ইমতিয়াজকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।