আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় ২ সন্তান, সিজারের পর মিলল একটি
সিলেট ব্যুরো
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৯:৪৭ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৯:৪৭
হাসপাতালে ভর্তির পর প্রসূতি এক নারীর আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় দুটি সন্তান থাকার সম্ভাবনার কথা জানিয়েছিলেন সংশ্লিষ্টরা। তবে সিজারের পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনের হাতে একটি সন্তান তুলে দিলে আরেক সন্তানের দাবিতে শুরু হয় বিপত্তি।
বিষয়টি সমাধান না হওয়ায় মঙ্গলবার সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যকেন্দ্র ভাঙচুর করেছেন ওই রোগীর স্বজনরা। এই ঘটনার পর রোগীর স্বজন, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে সন্তান একটি না দুটি; তা নিয়ে সৃষ্ট জটিলতা সমাধান করা হয়।
সুরমার থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, ভুল বোঝাবুঝির কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে পরীক্ষার পর ওই নারীর একাধিক সন্তান থাকার সম্ভাবনার কথা বলা হলেও সকালে সিজারের মাধ্যমে একটি সন্তানের জন্ম হয়। এদিকে ‘দুটি সন্তান হয়েছে’ দাবি করে বিষয়টির সুরাহা না পেয়ে রোগীর স্বজনরা হাসপাতাল ভাঙচুর করেন।
রোগীর আত্মীয় মারুফ জানান, একাধিক সন্তানের কথা বলে সিজার করা হলেও একটি সন্তান দেওয়া হয়। গত দু’দিনে বিষয়টির সমাধান কর্তৃপক্ষ দিতে পারেনি। এ নিয়ে তারা গড়িমসি করতে থাকে। একপর্যায়ে সবাই ক্ষুব্ধ হয়ে উঠলে হামলার ঘটনা ঘটে।
এদিকে বিষয়টি নিয়ে বুধবার আবার এলাকাবাসীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের এক কর্মকর্তা। তবে এ বিষয়ে কোনো প্রকার মন্তব্য করতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
- বিষয় :
- আলট্রাসনোগ্রাফি