পাউবো কর্তাকে যুবলীগ নেতার হুমকি
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ২২:৫৮
উপকূল রক্ষাবাঁধ কাটার কাজে বাধা দেওয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কর্মকর্তাকে পিটিয়ে এলাকাছাড়া করার হুমকি দিয়েছেন যুবলীগ নেতা। গতকাল মঙ্গলবার সকালে শ্যামনগরের সুন্দরবন-সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার গাগড়ামারী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মোস্তাক আহমেদ পার্শ্ববর্তী ডুমুরিয়া গ্রামের শহর আলী গাজীর ছেলে এবং শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি। এ ঘটনায় হুমকি পাওয়া পাউবোর সেকশন কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করার পাশাপাশি বাঁধ কাটার ঘটনায় মোস্তাককে অভিযুক্ত করে এজাহার জমা দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকে স্থানীয় ১০-১২ জন শ্রমিক গাবুরাকে ঘিরে থাকা গাগড়ামারী অংশের উপকূল রক্ষাবাঁধ কাটতে থাকেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে দায়িত্বপ্রাপ্ত সেকশন কর্মকর্তা সাজ্জাদুল ঘটনাস্থলে গেলে শ্রমিকরা পালিয়ে যান। এ সময় গাবুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোস্তাক সেখানে উপস্থিত হয়ে পানিশূন্য হয়ে পড়ায় তাঁর চিংড়ি ঘেরে পানির ব্যবস্থা করতে শ্রমিক দিয়ে বাঁধ কেটে পাইপ বসানোর কথা জানান তিনি। তাঁকে বাঁধ কাটতে নিষেধ এবং পরে একই কাজ করা হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পাউবোর কর্মকর্তা। এক পর্যায়ে মোস্তাক ওই কর্মকর্তাকে পিটিয়ে এলাকাছাড়া করার হুমকি দেন পরে গাবুরায় পা রাখতে নিষেধ করেন। এ সময় মোস্তাক কর্মকর্তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
পাউবোর সেকশন কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম জানান, উপকূল রক্ষাবাঁধ কাটার বিষয়ে উচ্চ আদালতসহ প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞা রয়েছে। এসব জানা সত্ত্বেও বাঁধ কেটে পাইপ বসানোর কাজে বাধা দেওয়ায় যুবলীগ নেতা পরিচয় দিয়ে মোস্তাক তাঁকে মারধরের হুমকি দিয়ে এলাকায় যেতে নিষেধ করেছেন। ঘটনার পরপরই তিনি শ্যামনগর থানায় সাধারণ ডায়েরিসহ বাঁধ কাটার ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে মোস্তাক আহমেদ জানান, চিংড়ি ঘেরের পানির জন্য নতুন একটি পাইপ বসাতে সামান্য বাঁধ কাটায় পাউবো কর্মকর্তার সঙ্গে বাদানুবাদ হয়েছে। এ সময় উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে সাজ্জাদুলকে কিছু কথা বলে থাকতে পারে বলে তিনি দাবি করেন।
- বিষয় :
- পানি উন্নয়ন বোর্ড
- যুবলীগ
- হুমকি