ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গেয়ে এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ২৩:৫১ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ২৩:৫৪

লক্ষ্মীপুরের বটতলীতে যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছেন বাসের সুপারভাইজার বাদশা মিয়া। তিনি রামগতি আলেকজান্ডার এলাকার আব্দুল মালেকের ছেলে। দুর্ঘটনায় বাসের যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

আজ বুধবার ভোর ৬টায় রামগতি থেকে লক্ষ্মীপুর হয়ে ঢাকা যাওয়ার পথে লক্ষ্মীপুরের বটতলীতে সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়েছেন। আহতদের মধ্যে মফিজ, রহিমুল, রাজন, মাহামুল হাসান, দেলোয়ার ও চার বছরের শিশু আদিবের নাম জানা গেছে। বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। নিহতের মরদেহও সদর হাসপাতালে নেওয়া হয়েছে।  


হাসপাতালে চিকিৎসাধীন বাসের আহত হেলপার জানান, ভোর ৬টায় রামগতি থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৯-২৪২৪) একটি বাস লক্ষ্মীপুর হয়ে ঢাকা যাওয়ার পথে 
লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের বটতলী এলাকায় পৌঁছালে শাখা সড়ক থেকে হঠাৎ মূল সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা উঠে আসে। তাকে পাশ কাটাতে গিয়ে সামনে থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি হয়ে পড়ে হিমাচল বাস। এ সময় মুখোমুখি সংঘর্ষ এড়াতে গেলে সড়কের পাশের কাদায় পিছলে বাসটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। 

whatsapp follow image

আরও পড়ুন

×