ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

খুমেক হাসপাতালে ৩২ দালাল আটক, জেল-জরিমানা

খুমেক হাসপাতালে ৩২ দালাল আটক, জেল-জরিমানা

খুলনা ব্যুরো

প্রকাশ: ২২ আগস্ট ২০২২ | ০৬:১৩ | আপডেট: ২২ আগস্ট ২০২২ | ০৬:৪১

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দালাল চক্রের ৩২ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ১৪ জনকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

অভিযান শেষে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোসতাক আহমেদ প্রেস ব্রিফিংয়ে বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে দালালরা অপতৎপরতা চালাচ্ছে। তারা রোগীদের ভাগিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। এছাড়া পরীক্ষা-নিরীক্ষার জন্যও হাসপাতালের বাইরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় দালালরা। এসব অভিযোগের প্রেক্ষিতে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মোট ৩২ জন দালালকে আটক করা হয়।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতীম চক্রবর্তী জানান, অভিযান শেষে ভ্রাম্যমান আদালতে ১৮ জনকে ৩ দিন থেকে ১৫ দিন পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১৪ জনকে ২ থেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ জনকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে অভিযান টের পেয়ে বেশ কয়েকজন দালাল দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়। অভিযান চলাকালে নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের একজন কর্মকর্তা বলেন, হাসপাতালে শতাধিক দালাল রয়েছে।

তবে দালালদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিভিন্ন সময় তারা চেষ্টা করেও দালালদের আটক করতে পারেননি।

আরও পড়ুন

×