রংপুরে শিশু ধর্ষণচেষ্টার আসামিকে ১০ বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি
রংপুর অফিস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ০৪:৪৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ০৪:৪৮
রংপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় ভোজন রায় (৬৩) নামে এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামি ভোজন রায় আদালতে উপস্থিত ছিলেন। তিনি পীরগাছা উপজেলার পঞ্চানন গ্রামের সব্বে চন্দ্র বর্মনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১০ অক্টোবর পঞ্চানন গ্রামের এক শিশুকে (৮) একই গ্রামের ভোজন রায় কৌশলে তার বাড়িতে ডেকে নেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ওই শিশুকে তার শয়ন কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু শিশুটির বয়স কম হওয়ায় ব্যর্থ হলে শিশুটিকে তার বাড়িতে পাঠিয়ে দেন এবং কাউকে কিছু না বলার জন্য ভয়-ভীতি দেখান।
ওই শিশু বাড়িতে এসে পুরো ঘটনা খুলে বলে। পরে তার বাবা বাদী হয়ে পীরগাছা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে মামলার বিচারকাজ শুরু হয়। মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ভোজনের ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম তুহিন বলেন, বাদীপক্ষ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে।