ভাই-ভাবি ঝগড়া করছিলেন, নিষেধ করায় খুন হলেন ছোট ভাই

বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ০৫:৫৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ০৫:৫৯
বগুড়ার গাবতলীতে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ঠান্ডা মিয়া (৫০)। মঙ্গলবার রাতে গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঠান্ডা মিয়া ওই গ্রামের কোরবান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠান্ডা মিয়ার বড় ভাই নুরু মিয়া ও তার স্ত্রী মাজেদা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে ঝগড়া শুরু করলে ঠান্ডা মিয়া তার বড় ভাইকে ঝগড়া করতে নিষেধ করেন।
এ সময় বড় ভাই ক্ষিপ্ত হয়ে ঠান্ডা মিয়ার ঘরে গিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মারেন। এতে ঠান্ডা মিয়া অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর সেখানেই মারা যান। ঠান্ডা মিয়া মারা যাওয়ার পরপরই তার বড় ভাইয়ের পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়ে যান।
গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঠান্ডা মিয়ার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
- বিষয় :
- নিহত