ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ফেনীতে অস্ত্র মামলায় সাত আসামির ২২ বছর করে কারাদণ্ড

ফেনীতে অস্ত্র মামলায় সাত আসামির ২২ বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফেনী

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ০৮:০৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ০৮:৩৮

ফেনীতে অস্ত্র মামলার দুটি পৃথক ধারায় সাত আসামির ২২ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল আদালত-২-এর বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। এ সময় সাত আসামির মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন। এদের মধ্যে জিয়া ও সবুজ পলাতক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মহিউদ্দিন, নূরুল ইসলাম জিয়া, হুমায়ূন কবির মিন্টু, মোহাম্মদ ইয়াসিন, ওসমান গনি, সাখাওয়াত হোসেন ও শফিকুল ইসলাম সবুজ।

আদালতের সহকারী পিপি ফরিদ আহম্মদ হাজারী সমকালকে জানান, ২০১৪ সালের ২৫ এপ্রিল নারায়ণপুর গ্রামের শাহজাহানের বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান নেন ওই সাতজন। গোপন সংবাদে জানতে পেরে ঘটনাস্থল থেকে সাতজনকেই গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একনলা বন্দুক, দেশীয় তৈরি বন্দুক, দেশীয় তৈরি পাইপ গান, কাতুর্জ, ছোরা, তিনটি রামদা ও আটটি ককটেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে পৃথক দুইটি ধারায় মামলা করে পুলিশ। আদালত ওই দুই মামলার একটিতে প্রত্যেককে ১৫ বছর করে ও অপর মামলায় সাত বছর করে সাজার আদেশ প্রদান করেন। মামালার দুইটি ধারার কারাদণ্ড একইসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি ফরিদ আহম্মদ হাজারী ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ আবুল হোসেন।

আরও পড়ুন

×