স্কুল শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণ, হোতাসহ তিন আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১০:১৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ১০:১৬
কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকায় স্কুল শিক্ষিকাকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় হোতাসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে র ্যাব। গত মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার পিএমখালীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো হোতা বেদার মিয়া (২৮) এবং তার সহযোগী মোস্তাক মিয়া (২৪) ও মো. বেলাল উদ্দিন (২২)।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কপবাজার র ্যাব ১৫-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাশ জানান, বেদার তাদের জানিয়েছে, মেহেদি অনুষ্ঠানের রাতেই শিক্ষিকাকে ধর্ষণের পরিকল্পনা করে সে। পরিকল্পনা অনুযায়ী, তিনজন মিলে তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ওই শিক্ষিকা জানান, চিকিৎসা শেষে তিনি এখন বিশ্রামে রয়েছেন। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।