ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

স্কুল শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণ, হোতাসহ তিন আসামি গ্রেপ্তার

স্কুল শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণ, হোতাসহ তিন আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১০:১৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ১০:১৬

কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকায় স্কুল শিক্ষিকাকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় হোতাসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে র ্যাব। গত মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার পিএমখালীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো হোতা বেদার মিয়া (২৮) এবং তার সহযোগী মোস্তাক মিয়া (২৪) ও মো. বেলাল উদ্দিন (২২)।

কক্সবাজারের রামুর ওই স্কুল শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গত সোমবার রাতে সদর মডেল থানায় মামলা হয়। এজাহারে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পিএমখালীতে এক আত্মীয়ের মেহেদি অনুষ্ঠান থেকে রামুর বাড়িতে ফেরার পথে ইজিবাইক থামিয়ে তাঁকে তুলে নিয়ে যায় বেদার ও তার দুই সহযোগী। আগের রাতে মেহেদি অনুষ্ঠানে স্কুল শিক্ষিকার সঙ্গে বেদারের পরিচয় হয়েছিল। পরে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার সেতু এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নিয়ে বেদারসহ তিনজন তাঁকে ধর্ষণ করে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কপবাজার র ্যাব ১৫-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাশ জানান, বেদার তাদের জানিয়েছে, মেহেদি অনুষ্ঠানের রাতেই শিক্ষিকাকে ধর্ষণের পরিকল্পনা করে সে। পরিকল্পনা অনুযায়ী, তিনজন মিলে তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ওই শিক্ষিকা জানান, চিকিৎসা শেষে তিনি এখন বিশ্রামে রয়েছেন। তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

আরও পড়ুন

×