ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ছাত্রলীগের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

ছাত্রলীগের বিরুদ্ধে  মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছেন বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুস সাত্তার - সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১০:২৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ১০:২৬

খুলনার বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুস সাত্তারকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আব্দুস সাত্তার বলেন, তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুক্তিযোদ্ধা। তিনি ২ নম্বর বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত ১৭ আগস্ট আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার জন্য তিনি কয়রা যান। সেখানে স্থানীয় মুজিবরের দোকানের সামনে পৌঁছালে কয়রা থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগ কর্মী তাঁর ওপর হামলা করেন। তিনি বলেন, তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে। তাঁর মুখে, মাথায়, বুকে, পেটে এবং পেছন দিক থেকে লাথি, কিল ঘুষি মারা হয়েছে। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করেছেন।

মামলার জন্য অভিযোগপত্র লিখতে গেলে বাধার মুখে পড়েন বলে জানান আব্দুস সাত্তার। তিনি জানান, কয়রার প্রতিটি কম্পিউটারের দোকানকে মামলার আবেদন না লিখতে নির্দেশনা দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। এ জন্য তিনি মামলা করতে পারেননি। যে কোনো সময় ছাত্রলীগ কর্মীরা তাঁর ওপর আবার হামলা চালাতে পারে। এ পরিস্থিতিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাবলু রহমান, জাবেদ ঢালী প্রমুখ।

আরও পড়ুন

×