ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

জঙ্গল সলিমপুর-আলীনগর

পুলিশ বক্স, গাড়ি ভাঙচুরে ৬ মামলা

পুলিশ বক্স, গাড়ি ভাঙচুরে ৬ মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১১:৩২ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ১১:৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধকালে পুলিশ বক্স ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগরের ২০০ বাসিন্দাকে আসামি করে ছয়টি মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে সীতাকুণ্ড মডেল থানায় এসব মামলা করেন পুলিশ ও স্থানীয়রা। এতে সুনির্দিষ্ট আসামি করা হয়েছে ৪৫ জনকে।

বুধবার সকাল থেকে জঙ্গল সলিমপুর ও আলীনগরে গ্যাস সিলিন্ডার, নির্মাণ সামগ্রীসহ সব ধরনের অবৈধ মালপত্রের প্রবেশ ঠেকাতে প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট। ন্যাশনাল গ্যাস গ্রিড লাইনের ওপর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ চেকপোস্টে সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন পুলিশ, র‌্যাব, আনসার সদস্য, ওয়াসা, সিটি করপোরেশন, সিডিএ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সরকারি সব দপ্তরের প্রতিনিধিরা।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, দুর্ঘটনা এড়াতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উচ্চ চাপবিশিষ্ট গ্যাস পাইপলাইনের ওপর দিয়ে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর যাওয়ার বিকল্প পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জঙ্গল সলিমপুরে প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট।

অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড) আশরাফুল করিম বলেন, মহাসড়ক অবরোধকালে পুলিশ বক্স ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পৃথক ছয়টি মামলা হয়েছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে।

আরও পড়ুন

×