ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

স্বেচ্ছাসেবক দলের সম্মেলনে ছাত্রলীগের হামলা

স্বেচ্ছাসেবক দলের সম্মেলনে ছাত্রলীগের হামলা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১১:৫৫ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ১১:৫৫

ময়মনসিংহের ত্রিশালে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১০ নেতাকর্মী। মঙ্গলবার সন্ধ্যার পর হামলা-ভাঙচুর করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে চিকনা বাইপাস মোড় এলাকায় ত্রিশাল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনের অনুষ্ঠান চলছিল। সন্ধ্যার পর কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করতে করতে অনুষ্ঠানস্থলে গিয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের ওপর হামলা চালায়। ভাঙচুুর করা হয় মঞ্চ, প্যান্ডেল ও চেয়ার-টেবিল।

এতে আহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা কাউসার আহমেদ, আরাফাত হোসেন, আব্দুল গাফুর, আমিরুল হোসেন, ফারুক আহমেদ, মোস্তাফিজ, মামুন, রাসেলসহ ১০ নেতাকর্মী। গুরুতর আহতদের মধ্যে কাউসার ও আরাফাতকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে হামলা করে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেলের ওপর হামলা করে ছাত্রলীগ। তাঁর মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে চিকিৎসা করান সাধারণ শিক্ষার্থীরা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন বলেন, 'চিকনা বাইপাস মোড়ে ত্রিশাল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলেন ছিল। বিশ্ববিদ্যালয়ের ভেতরে নয়, আনুমানিক সাড়ে তিনশ মিটার দূরত্বে চলছিল অনুষ্ঠান। তা সত্ত্বেও আমাদের ওপর হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।'

তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব জানান, স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠিত হয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে তাদের প্রতিহত করেন সাধারণ শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ ক্যাম্পাস অস্থিতিশীল করার সুযোগ কাউকে দেবে না ছাত্রলীগ।

আরও পড়ুন

×