ফেসবুকে আপত্তিকর পোস্ট
আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১২:০৫ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ১২:০৫
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিসহ আপত্তিকর পোস্ট দেয়ায় হোসনে আরা পারুল নামে এক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ ফয়সাল।
বুধবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করেন সুলতান মাহমুদ ফয়সাল।
অভিযুক্ত হোসনে আরা নগরের পশ্চিম ষোলশহর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বাদী ফয়সাল নগরের বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্বে আছেন। মামলার বাদী ও আসামি দুজন শিক্ষা উপমন্ত্রীর অনুসারী হিসেবে পরিচিত।
বাদীর আইনজীবী রনি কুমার দে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিসহ আপত্তিকর পোস্ট দেয়ায় হোসনে আরা পারুল নামে এক মহিলা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ ফয়সাল। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, হোসনে আরা পারুল গত ২৮ এপ্রিল ফেসবুকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ছবিসহ একটি আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, 'মাননীয় শিক্ষা উপমন্ত্রী, এই ছবি বিক্রয় করা ছেলের বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নেন। অন্যথায় আমি আপনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করব। আমি আপনাকে ইতিমধ্যেই তার প্রতারণার বিষয়টি জানিয়েছি। আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, আমার নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামের ওপর সে কালিমা লাগিয়ে নিজেকে বিশাল এক নেতা দাবি করছে। যা আমার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। মহিউদ্দিন চৌধুরী মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন। দয়া করে উনার সন্তান হিসেবে আপনিও তাই করে যাবেন।
এদিকে পারুল হোয়াটসঅ্যাপ ও ফেসবুক পোস্টের মাধ্যমে ফয়সালকে একাধিকবার হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, মামলার বাদী ও আসামি দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। তারা একে অপরের নামে বিভিন্ন সময় নানা অভিযোগও করছেন।
- বিষয় :
- আপত্তিকর পোস্ট
- ছাত্রলীগ
- মামলা
- আওয়ামী লীগ
- চট্টগ্রাম