ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ঘরের মেঝেতে মিলল মায়ের মরদেহ, ছেলে আটক

ঘরের মেঝেতে মিলল মায়ের মরদেহ, ছেলে আটক

রংপুর অফিস

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১২:২৪ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ১২:২৪

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে ঘরের মেঝে থেকে জমিলা বেগম (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে জামিল মিয়াকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

বুধবার রাত ৯টার দিকে হারাগাছ ইউনিয়নের সিট নাজিরদহ গ্রামের নিজ বাড়ির ঘরের মেঝে খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। জমিলা ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী। 

স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকেই জমিলা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খুঁজেও জমিলার কোনো সন্ধান পায়নি তার স্বজনরা। এরই মধ্যে বুধবার স্থানীয়রা জামিলার বাসায় গিয়ে দেখতে পান ঘরের মেঝের মাটি আলগা হয়ে আছে। এতে সন্দেহ হলে জমিলার ছেলে জামিলকে আটক করে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসীর ধারণা, পারিবারিক কলহের জেরে নিজের মাকে খুন করে মাটিতে পুঁতে রেখেছিল জামিল।

আটক জামিলের বরাত দিয়ে স্থানীয়রা জানান, জামিলের বাবা আরেকটি বিয়ে করে অন্যত্র বসবাস করেন। ওই বাড়িতে জামিল ও তার মা থাকতেন। পারিবারিক বিরোধে গত শুক্রবার রাতে মাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখেন ছেলে জামিল।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জমিলার ছেলে জামিলকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×