সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপির সমাবেশ ঠেকাতে ১৪৪ ধারা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ২৩:২৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ২৩:২৮
সিরাজগঞ্জের রায়গঞ্জে একই সময়ে একই স্থানে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার ধানগড়া পৌরসভা এলাকা, পাঙ্গাসী ইউনিয়ন, চান্দাইকোনা ও রায়গঞ্জ থানা এলাকায়রাজনৈতিক দলের সভা-সমাবেশ পরিচালনা করা নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী হাকিম তৃপ্তি কণা মন্ডল স্বাক্ষরিত এক পত্রে ১৮৯৮ সালের আইনের ১৪৪ ধারা জারি করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও পত্রে উল্লেখ রয়েছে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার রাতে প্রশাসন থেকে আদেশ জারির পর মাইকে প্রচার করা হয়। রায়গঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা সদরের ধানগড়াসহ কয়েকটি স্থানে প্রতিবাদ সমাবেশ ডাক দেয়।
অপরদিকে, সরকার দলীয় নেতাকর্মীদের আগে থেকে শোক দিবসের কর্মসূচিও রয়েছে। দু’টি সংগঠনের কর্মসূচিতে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। যে কারণে উপজেলা প্রশাসন বরাবর ১৪৪ ধারার আবেদন করা হয়।’
রায়গঞ্জ ইউএনও তৃপ্তি কণা মন্ডল বলেন, ‘দুটি রাজনৈতিক দলের সভা-সমাবেশ ঠেকানোর পাশাপাশি স্থানীয় জানমালের ক্ষতি ও সংঘর্ষেও ঝুুঁকির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার ভোর থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
- বিষয় :
- ১৪৪ ধারা
- আওয়ামী লীগ
- বিএনপি