ঋণের বোঝা বইতে না পেরে বিষপান স্বামী-স্ত্রীর, একজনের মৃত্যু
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২ | ০৮:০৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২২ | ০৮:০৬
নাটোরের বড়াইগ্রামে ঋণের বোঝা বইতে না পেরে এক দম্পতির বিষপানের খবর পাওয়া গেছে। তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিথী পারভীনের মৃত্যু হয়। তাঁর স্বামী ফারুক হোসেনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার উপজেলার বনপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রামেক হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান, ফারুক ও বিথী খালি পেটে দানাদার-জাতীয় কীটনাশক খেয়েছিলেন। এ কারণে একজনের মৃত্যু হয়েছে, ফারুকেরও শঙ্কা কাটেনি। মর্জিনা বেগম বলেন, 'ফারুকের অবস্থা সংকটাপন্ন। তিনি বাঁচবেন কিনা আল্লাহ জানেন।'
ওসি আবু সিদ্দিক জানান, ফারুক ও বিথী পারিবারিক কলহের জেরে বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।