ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

জালনোটসহ সিরাজগঞ্জে আটক ৪

জালনোটসহ সিরাজগঞ্জে আটক ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ২১:৩৪ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ২১:৩৪

সিরাজগঞ্জে ৭০ হাজার টাকার জাল নোটসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে এনায়েতপুর থানা সদর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন গাজীপুরের নজরুল ইসলাম, কুড়িগ্রামের নাজির উদ্দিন, কিশোরগঞ্জের বাদল হাসান ও মাসুদ রায়হান।

এনায়েতপুরের ওসি আনিছুর রহমান জানান, ‘এনায়েতপুর কাপড়ের হাটে ওইসব জাল নোট চালানোর জন্য আটক কারবারিরা চেষ্টা করছিলেন। জাল নোট চালানোর আগেই গোপন সংবাদের ভিত্তিতে তারা আটক হন। মামলা দায়েরসহ আদালতের মাধ্যমে বৃহস্পতিবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়।’

আরও পড়ুন

×