ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

নিহত মামুন খান।

শরীয়তপুর সংবাদদাতা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ২২:৩২ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ২২:৪৫

শরীয়তপুরের নড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মামুন খান নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া গ্রামের সালাম খানের ছেলে। স্বেচ্ছাসেবক লীগের নড়িয়া পৌরসভা শাখার সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক ছিলেন তিনি। বুধবার সন্ধ্যার এ ঘটনায় জুয়েল মোল্লা নামে আরেকজন আহত হয়েছেন।

নিহত মামুন বালু ব্যবসায়ী ছিলেন। তাঁর মামা নড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার মল্লিক জানান, মোখলেস ব্যাপারীর ভাগিনা জুয়েল মোল্লা ও রাজু ব্যাপারী এলাকায় মাদক ব্যবসায় জড়িত। কিছুদিন আগে তাদের এক লোককে মামুন মারধর করে।

তিনি জানান, মামুন ও জুয়েল বাড়ি থেকে নড়িয়া বাজারে উদ্দেশে রওনা হলে পথে তাদের ওপর হামলা হয়। মোখলেস ব্যাপারী, রাজু ব্যাপারী, আলামিন মোল্লা, রকি মোল্লা, ওসমান ব্যাপারী, নাসির সরদারসহ ১৫-২০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। মামুনকে হাতুড়ি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জুয়েল চিকিৎসাধীন।

নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ বলেন, সন্ধ্যা ৭টার দিকে একটা ফোন এলো- বাজারে মারামারি হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। পরে শুনি, মামুন মারা গেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মিজানুর রহমান বলেন, মামলা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

×