ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

পটিয়ায় শহীদ বেদিতে সমকাল সুহৃদের শ্রদ্ধা

পটিয়ায় শহীদ বেদিতে সমকাল সুহৃদের শ্রদ্ধা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৪২

মহান ভাষা শহীদদের স্মরণে চট্টগ্রামের পটিয়ায় সমকাল সুহৃদ সমাবেশের সুহৃদরা বিনম্র শ্রদ্ধায় শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন।

শুক্রবার অমর একুশের ভোরে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে পটিয়া পিডিবি রোড় এলাকা থেকে পায়ে হেঁটে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের আগে মহান শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংগঠনের সাধারণ সম্পাদক নয়ন শর্মার পরিচালনায় অনুষ্ঠিত হয় একুশে কবিতা পাঠের আসর।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্ঠা ও সমকাল পটিয়া প্রতিনিধি আহমদ উল্লাহ, খলিলুর রহমান মহিলা কলেজের অধ্যাপক মাইনুল আবেদীন, স্কুল শিক্ষক নিয়াজুর রহমান, অ্যাডভোকেট জমির উদ্দিন, বিআরটি’র প্রকৌশলী পার্কন চৌধুরী, সুহৃদ হাফিজুর রহমান, আমিনুল ইসলাম ফরহাদ, রনি কান্তি দেব, বাপ্পু দে, কানুন উদ্দিন, গাজী মুহাম্মদ  ফয়সাল, কাইয়ুম সিদ্দিকী, তারেক আহমদ, আবুল হাসান, জান্নাতুল ফৈরদৌস, রাইসা রওশন, আবুল কাশেম, কামরুল ইসলাম, ফাহিম, প্রান্ত নন্দী, পাইকেল শীল, শাহেদ, শাহ আলম প্রমুখ।



 


whatsapp follow image

আরও পড়ুন

×