পঞ্চগড়ে নৌকাডুবি
এক শিশুসহ নিখোঁজ ৩ জনের সন্ধান এখনও মেলেনি

পঞ্চগড়: বোদার আওলিয়ার ঘাটে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট করতোয়া নদী এলাকায় টহল দিচ্ছেন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ০৩:১৪ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ০৩:১৪
পঞ্চগড়ের বোদা উপজেলার আওলিয়ার ঘাটে নৌকাডুবির এগারোতম দিনেও অব্যাহত ছিল উদ্ধার এবং টহল অভিযান। বুধবার সকাল থেকে বোদা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সাথে টহলসহ সীমিত উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। তারা সকাল থেকে বিকেল পর্যন্ত নদী এলাকায় টহল দিচ্ছেন।
নৌকাডুবির উদ্ধার অভিযানে সর্বশেষ গত বুধবার একজনসহ ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর নবম দিন সোমবার থেকে উদ্ধার অভিযান সীমিত করা হয়। তবে বুধবার পর্যন্ত গত সাত দিনে কোন মরদেহ উদ্ধার করা যায়নি। এক শিশুসহ এখনও তিন জন নিখোঁজ রয়েছেন।
পঞ্চগড় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ সহকারি পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, উদ্ধার অভিযানের ১১তম দিনের মত সকালে সীমিত উদ্ধার অভিযান শুরু করা হয়। বর্তমানে বোদা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট করতোয়ার আওলিয়ার ঘাট এলাকায় টহল দিচ্ছেন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সীমিত আকারের এই অভিযান অব্যাহত থাকবে।