ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

জাল সনদসহ ভুয়া দুই চিকিৎসক গ্রেপ্তার

জাল সনদসহ ভুয়া দুই চিকিৎসক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ০৪:৩১ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ০৫:৪৬

জয়পুরহাটের আক্কেলপুরে রেজিস্ট্রেশনবিহীন ভুয়া দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার রাতে ওই দুইজনকে উপজেলা সদরে তাদের নিজ রিজ চেম্বার থেকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাদের চেম্বার থেকে চিকিৎসা প্রদানের বিভিন্ন ধরনের সরমঞ্জাদিও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ভুয়া চিকিৎসকরা হলেন, উপজেলার সোনাই মাগুরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হারুনুর রশিদ (৪১) এবং একই উপজেলার কেশবপুর গ্রামের মৃত রজিব উদ্দিনের ছেলে কায়েম উদ্দিন মন্ডল (৫৮)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান বলেন, কিছুদিন আগে বেশ কয়েকজন ভূক্তভোগী ওই দুই চিকিৎসকদের বিরুদ্ধে ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে আমরা মঙ্গলবার রাতে আক্কেলপুর উপজেলা সদরের কলেজ গেট বাজার এলাকায় ওই দুইজন চিকিৎসকের চেম্বারের অভিযান পরিচালনা করি। এ সময় তাদের কাছ থেকে শিক্ষাজীবনের অর্জিত সনদগুলো দেখতে চাইলে তারা এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জনের বা অন্যান্য কোন অনুমোদিত সার্টিফিকেট দেখাতে পারেন নাই। অথচ সাইনবোর্ড ও লেখার প্যাডে বিভিন্ন ডিগ্রি উল্লেখ করে ভুয়া চিকিৎসক হিসেবে কায়েম উদ্দিন মন্ডল গত ৩২ বছর ধরে চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন।

কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান আরও বলেন, অপরদিকে হারুনুর রশিদ গত ১১ বছর ধরে একজন দন্ত চিকিৎসক হিসেবে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই মানুষের দাঁতের চিকিৎসা দিয়ে আসছেন। যেসব ডিগ্রি উল্লেখ করে তারা চিকিৎসা দিয়ে আসছেন, অভিযানের সময় তাদের কাছ থেকে সনদগুলো দেখতে চাইলে তারা দেখাতে পারেন নাই। তবে দন্ত চিকিৎসকের কাছ থেকে একটি জাল সনদ উদ্ধার করা হয়। সাথে চেম্বার থেকে চিকিৎসা প্রদানের বিভিন্ন ধরনের সরমঞ্জাদি উদ্ধারসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়েরের পর পুলিশে সোপর্দ করা হয়।

আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ভুয়া দুই চিকিৎসককে থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

×