সিসিকের ৫৩৫ পানির মিটার চুরি, ৮ কর্মচারী সাময়িক বরখাস্ত

সিলেট ব্যুরো
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ০৭:২৭ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ০৮:৪৩
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৫৩৫টি পানির ফ্লু মিটার চুরির ঘটনায় ৮ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
সম্প্রতি নগরীর কুশিঘাট এলাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের গুদাম থেকে মিটারগুলো চুরি হয়। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর সিসিকের পানি শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান একটি সাধারণ ডায়েরি করেন। চুরির ঘটনা জানাজানি না হলেও সোমবার সংশ্লিষ্টদের বরখাস্তের বিষয়টি প্রকাশ পায়।
বুধবার সমকালকে চুরি, বরখাস্ত ও শোকজের বিষয়টি নিশ্চিত করে পানি শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর বলেন, আমিসহ তিন কর্মকর্তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে পাম্প অপারেটর হাসান মাহমুদ মাসুমসহ ৮ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিসিক সূত্রে জানা গেছে, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ৫৩৫টি ফ্লু মিটার গুদামে রাখা ছিল, যার মূল্য প্রায় ২৮ লাখ টাকা। এর মধ্যে ৫০টি মিটার পাওয়া যায়নি। পরে থানায় জিডি করা হয়। চুরির ঘটনায় সিসিকের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। পরে কমিটি ৮ জনকে সাময়িক বরখাস্ত এবং তিন কর্মকর্তাকে শোকজ করা হয়।
এ বিষয়ে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান সমকালকে বলেন, তদন্ত চলছে।