মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ০৭:৪৪ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ০৭:৪৫
চুয়াডাঙ্গার জীবননগরে মায়ের কোল থেকে ছিটকে পড়ে আব্দুর রহমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু পৌরসভার শাপলাকলি পাড়ার রুবেল হোসেন ও শান্তা খাতুনের সন্তান।
বুধবার সকালে জীবননগর পৌরসভার আলিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।জানা যায়, সকালে শান্তা খাতুনের বাড়ি থেকে খবর আসে তাঁর বাবা অসুস্থ। এ খবর শুনে ৯ বছরের ছেলে আব্দুর রহমানকে নিয়ে ভ্যানে করে তেঁতুলিয়া গ্রামের উদ্দেশে রওনা দেন তিনি। গাড়িটি আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে একটি চাকা গর্তে পড়ে যায়। এ সময় শান্তা ও কোলে থাকা শিশু আব্দুর রহমান ছিটকে রাস্তায় পড়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। শিশু আব্দুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্য হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সে তোলার সময় সে মারা যায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।