জামিনে বেরিয়েই স্কুলছাত্রীকে অপহরণ
-samakal-633da11677846.jpg)
কিশোর গ্যাং লিডার মেহেদী পলাশ। ছবি-সংগৃহীত
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ০৯:২১ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ০৯:২১
মেহেদী পলাশ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটি গ্রামের আনসার আলীর ছেলে। এলাকায় তার পরিচিতি কিশোর গ্যাং লিডার হিসেবে। পলাশের বেপরোয়া আচরণে অতিষ্ঠ স্থানীয়রা। গত মাসের শুরুতে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে ইটভাটায় নির্যাতন ও সিগারেটের ছ্যাঁক দেয় তারা। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলে গ্রেপ্তার হয় পলাশসহ তিনজন। কিন্তু সম্প্রতি জামিনে বেরিয়ে প্রতিশোধ নিতে পলাশ ওই শিক্ষার্থীর চাচাতো বোন অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করেছে।
এতে বলা হয়েছে, বিভিন্ন সময় স্কুলে যাওয়া-আসার পথে পলাশ ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসত। মেয়ের কাছ থেকে জেনে বাবা বিষয়টি পলাশের মা-বাবাকে জানান। এতে আরও ক্ষিপ্ত হয় পলাশ, হুমকি-ধমকি দিতে থাকে। এরই মধ্যে গত ৭ সেপ্টেম্বর উপজেলার মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীর চাচাতো ভাই এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতন ও সিগারেটের ছ্যাঁক দেয় পলাশ ও তার সহযোগীরা। এ ঘটনায় পরদিন মামলা হলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পরে জামিনে জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নিতে পলাশ, তার বাবা আনসার আলী, মা জহুরা বেগম, লস্করহাটির মৃত ডাবলুর ছেলে আনসার আলীসহ কয়েকজন মিলে গত মঙ্গলবার বিকেলে কিশোরীকে তুলে নিয়ে যায়।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত পলাশ পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। মাদক মামলায় তার মাকে গত ২২ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- মেহেদী পলাশ
- কিশোর গ্যাং লিডার
- অপহরণ