শব্দদূষণ বন্ধে একাই লড়ছেন সুজন

শব্দদূষণ বন্ধের দাবি নিয়ে প্ল্যাকার্ডসহ একাই আন্দোলন করছেন সুজন বড়ুয়া। ছবি-সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ০৯:৪৭ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ০৯:৪৭
শব্দদূষণ বন্ধের দাবিতে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো অনশন করেছেন সুজন বড়ূয়া। বুধবার নগরীর চেরাগি পাহাড় মোড়ে সড়কের মাঝে বসে ছেলে ও মেয়েকে নিয়ে অনশন করেন তিনি। এ সময় তাঁর হাতে ছিল শব্দদূষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড। আজও অনশন করার কথা জানান নগরীর চান্দগাঁও এলাকার এই বাসিন্দা।
সুজন বড়ূয়া বলেন, অনেক চালকই অপ্রয়োজনে হর্ন দিয়ে শব্দদূষণ করেন। চালকদের সচেতন করার চেষ্টা করেছি। কিন্তু তাতে কাজ না হওয়ায় আন্দোলনের সিদ্ধান্ত নিই। সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পরে আরও বড় কর্মসূচি পালন করব। তিনি আরও বলেন, হাইকোর্ট হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করার পরও কোনোভাবে তা বন্ধ করা যাচ্ছে না। এ নিয়ে প্রশাসনিকভাবেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে শব্দদূষণ বেড়ে চলেছে।
- বিষয় :
- শব্দদূষণ বন্ধের দাবি
- অনশন