ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

মুক্তাগাছায় কাউন্সিলরপুত্রকে ছুরিকাঘাতে হত্যা

মুক্তাগাছায় কাউন্সিলরপুত্রকে ছুরিকাঘাতে হত্যা

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ১২:১০ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ১২:১৫

ময়মনসিংহের মুক্তাগাছায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুকিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তাগাছা শহরের আয়মান নদীর প্রতিমা বিসর্জন ঘাট সংলগ্ন গরুর হাটে এ ঘটনা ঘটে।

নিহত শান্ত আহমেদ শহরের নবারুণ বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী এবং মুক্তাগাছা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমানের ছোট ছেলে।

পরিবারের সদস্যরা জানান, কয়েকজন যুবক প্রতিমা বিসর্জরেনর পর শান্তকে ছুরিকাঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার ওসি মাহমুৃদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৌর কাউন্সিলের ছোট ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়ে বলে শুনেছি। তবে এখনও ঘটনার বিস্তারিত জানতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×