কক্সবাজার সৈকতে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

সুগন্ধা পয়েন্টের ঝুপড়ি দোকান উচ্ছেদ করা হয়। ছবি: সমকাল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২ | ১০:৫৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২২ | ১০:৫৭
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে অবৈধভাবে নির্মিত শতাধিক ঝুপড়ি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানসহ আরও কয়েকজন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সোমবার এ অভিযান চালানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ সমকালকে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সৈকতে পাঁচ শতাধিক দোকানের মধ্যে শতাধিক উচ্ছেদ করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, যাঁদের দোকান উচ্ছেদ হয়েছে, তাঁদের প্রতি সরকার খুবই আন্তরিক। তাঁদের পুনর্বাসনের জন্য সরকারকে জানানো হবে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার বলেন, প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে লাখো পর্যটকের সমাগম হয় এই কক্সবাজারে। কিন্তু সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধভাবে দোকানপাট নির্মাণের ফলে এর সৌন্দর্য বিনষ্ট হচ্ছে।
- বিষয় :
- কক্সবাজার সমুদ্রসৈকত
- দোকান উচ্ছেদ