তিন বছরের শিশুকে কুপিয়ে হত্যা, ২ চাচা আটক

নিহত শিশুর মায়ের আহাজারি। ছবি: সমকাল
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২ | ১১:১৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২২ | ১১:১৭
মাগুরার মহম্মদপুর উপজেলায় হিরা নামের তিন বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির দুই চাচাকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হিরা ওই উপজেলার হিরু মোল্লার মেয়ে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। নিহতের পরিবারসহ প্রতিবেশীদের মধ্যে চলছে শোকের মাতম।
নিহত হিরার মা বারবার মুর্ছা যাচ্ছেন। এমন নৃশংস হত্যাকাণ্ড কেউ মেনে নিতে পারছেন না। নিহত শিশুর মা বন্যা খাতুন বলেন, 'সন্ধ্যায় হিরাকে ভাত খাওয়াচ্ছিলাম। এরই মধ্যে ঘরের পাশে টিউবওয়েলে পানি আনতে যাই। ফিরে এসে দেখি হিরা নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে ময়লার মধ্যে হিরার লাশ দেখতে পাই।'
হিরু মোল্লা বলেন, 'জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে ভাইদের সঙ্গে আমার বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে তারা হিরাকে কুপিয়ে হত্যা করেছে।'
জানা যায়, হিরু মোল্লারা মোট পাঁচ ভাই। এ ঘটনার পর দুই ভাই আলীম মোল্লা ও ফারুক মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বাকি দুই ভাই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই এলাকার মানুষজন। মহম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) বোরহানুল ইসলাম বলেন, মামলার পর তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, নিহত শিশুর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পলাতকদের আটকের চেষ্টা চলছে।
- বিষয় :
- কুপিয়ে হত্যা
- পুলিশ