এসএসসির শেষ পরীক্ষাই হলো ফারজানার শেষ যাত্রা
ফারজানা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২ | ০০:১৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ | ০০:১৬
এসএসসি পরীক্ষার্থী ফারজানার শেষ পরীক্ষা ছিল বুধবার। কিন্তু পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরা হয়নি তার। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন প্রাণ। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ভ্যান উল্টে নিচে চাপা পড়ে ফারজানার মৃত্যু হয়।
বুধবার সন্ধ্যার দিকে নাটোরের সিংড়া উপজেলার নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা উপজেলার কলম ইউনিয়নের কালীনগর গ্রামের ওমর ফারুকের মেয়ে। নুরপুর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান এবং কলম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শিহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, বুধবার সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজে ব্যবহারিক পরীক্ষা শেষ করে অটোভ্যানে করে বাড়ির উদ্দেশে রওনা দেন ফারজানা। বিকেল ৫টার দিকে নুরপুর এলাকায় পৌঁছালে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম বলেন, ফারজানা ভালো ছাত্রী ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন মর্মান্তিক ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সবাই শোকাহত।