ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ছুটিতে দেশে আসা ইতালি প্রবাসী যুবকের প্রাণ গেল সড়কে

ছুটিতে দেশে আসা ইতালি প্রবাসী যুবকের প্রাণ গেল সড়কে

প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২ | ০৭:০৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ | ০৭:০৫

দুই মাসের ছুটিতে ইতালি থেকে বাড়িতে ঘুরতে এসে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দিনেশগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ইউসুফ (৩০) উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ির নুরুল আমিনের ছেলে। ইতালি প্রবাসী ইউসুফ এক মাস একদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন। আগামী মাসে তার আবার ইতালি ফিরে যাওয়ার কথা ছিল।  

নিহতের বন্ধু ব্যবসায়ী নিজাম জানান, ইউসুফ বৃহস্পতিবার সকালে নিজের বাড়ি থেকে পার্শ্ববর্তী সেনবাগ উপজেলায় যান। সেখান থেকে পারিবারিক কাজে চৌমুহনী বাজারে যাচ্ছিলেন তিনি। চৌমুহনী থেকে একটি মাইক্রোবাস ফেনীর দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ইউসুফ একা মোটরসাইকেল যোগে দিনেশগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌমুহনী লাইভ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, দুপুর আড়াইটার দিকে বেগমগঞ্জ থানার ওসি আমাকে জানিয়েছে সড়ক দুর্ঘটনায় একজন প্রবাসী মারা গেছেন। চৌমুহনী লাইভ কেয়ার হাসপাতাল থেকে পরিবার মরদেহ বাড়িতে নিয়ে গেছে। এখন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ব্যাপারে নিহত যুবকের পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

whatsapp follow image

আরও পড়ুন

×