ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

মেঘনায় গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

মেঘনায় গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২ | ০৭:৩৯ | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ | ০৭:৩৯

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মাদ্রাসা রোড এলাকার লঞ্চঘাটের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের হাজী মহসিন রোড এলাকার আলমগীর কবিরের ছেলে মুকিত আলম (১৭) ও শহরের তালতলা গাজী বাড়ি এলাকার শাকির হোসেনের ছেলে আবদুল্লাহ গাজী (১৭)।

চাঁদপুর সদর নৌ-থানার উপ-পরিদর্শক বেলাল জানান, সকাল সাড়ে দশটায় তারা সাত বন্ধু মিলে একসঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় জোয়ারে নদীতে পানি বৃদ্ধি পায় এবং দুইজন তাদের ভারসাম্য রাখতে না পেরে নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধারের চেষ্টা করে এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, মৃতদের আবেদনের প্রেক্ষিতে ও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×