ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

কীটনাশকে ধান ক্ষেত নষ্টের অভিযোগ

কীটনাশকে ধান ক্ষেত নষ্টের অভিযোগ

ছবি: সংগৃহীত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ | ২২:৪৫

মসজিদের জমি নিজের দাবি করে সেখানে আগাছানাশক ছিটিয়ে ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে আনিছুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে কালাই উপজেলার পুনট ইউনিয়নের তিশরাপাড়া গ্রামে।

এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি ফিরোজ আহাম্মেদ আনিছুর রহমানের বিরুদ্ধে কালাই থানায় লিখিত অভিযোগ করেছেন।

মসজিদের মুসল্লিরা জানান, তিশরাপাড়া গ্রামের ১৭ শতক জমি আব্দুস সামাদ মসজিদের নামে দানপত্র দলিল মূলে লিখে দেন। সেই জমিতে স্ত্রীর অংশ আছে বলে দাবি করেন আনিছুর রহমান। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান। গত মঙ্গলবার দুপুরে আনিছুরকে ওই জমিতে ওষুধ ছিটাতে দেখেন অনেকে।

তবে অভিযোগ অস্বীকার করে আনিছুর রহমান বলেন, জমিটির পাশেই আমার জমি। নিজের জমিতে কীটনাশক ছিটিয়েছি। আমাকে ফাঁসাতে তারা এ গল্প বলছে।

whatsapp follow image

আরও পড়ুন

×