ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

বড়াইগ্রাম

কেন্দ্রের সামনে এসএসসি পরীক্ষার্থীদের মারামারি

কেন্দ্রের সামনে এসএসসি পরীক্ষার্থীদের মারামারি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২ | ১২:০০

বড়াইগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উপজেলার আগ্রান উচ্চ বিদ্যালয় কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু'জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন কালিকাপুর গ্রামের সজিব হোসেন বাবু ও কাছুটিয়া গ্রামের শাওন হোসেন। তাঁরা উপজেলার কালিকপুর-বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী।

আহত সজীব হোসেন বাবু বলেন, গত বুধবার পরীক্ষা দিয়ে ইজিবাইকে করে যাওয়ার সময় কালিকপুর-বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের পরীক্ষার্থীদের সঙ্গে আগ্রান উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী সোহানুর রহমানসহ কয়েকজনের হাতাহাতি হয়। আমি সেখানে গিয়ে মারামারি থামিয়ে দেই। গতকাল পরীক্ষা দিয়ে ফেরার পথে সোহানুর রহমান, মৌখাড়া এলাকার মৃদুল হোসেন, আগ্রান গ্রামের ইমরান হোসেনসহ ১০-১২ জন আমাকে মারধর করে। আমার বন্ধু শাওন হোসেন বাধা দিলে তাকেও মারধর করা হয়।

সোহানুর রহমানের বাবা আমজাদ হোসেন বলেন, আমার ছেলে ঘটনার সময় ছিল না। তাকে ফাঁসানো চেষ্টা করা হচ্ছে। বাকিরা পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কেন্দ্র সচিব ও আগ্রান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, পরীক্ষার্থীরা যাওয়ার সময় রাস্তায় মারামারি করেছে। আমি জানার পর পুলিশকে খবর দিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×