মুরাদনগরে পাতা কুড়ানো নিয়ে বিরোধে প্রাণ গেল এক জনের
প্রতীকী ছবি
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২ | ১০:১১ | আপডেট: ১৯ অক্টোবর ২০২২ | ১০:৫২
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পাতা কুড়ানো নিয়ে বিরোধে জহির মিয়া (৫০) নামে এক জন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ধামঘর দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহির উপজেলার ধামঘর দক্ষিণ পাড়া এলাকার প্রয়াত নোয়াব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার ধামঘর দক্ষিণ পাড়া এলাকার জহির মিয়া ও তার প্রতিবেশী খোরশেদ আলমের (৪৫) স্ত্রীদের মধ্যে পুকুর পাড়ে পাতা কুড়ানো নিয়ে ঝগড়া হয়। বিষয়টি জানতে জহির প্রতিবেশী খোরশেদকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে খোরশেদ প্রতিবেশী জহিরকে ধাক্কা দেন। এতে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান তিনি। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার সমকালকে বলেন, মামলা হয়েছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে খোরশেদ নামে একজনকে আটক করা হয়েছে।
- বিষয় :
- নিহত
- পাতা কুড়ানো নিয়ে সংঘর্ষ
- কুমিল্লা