ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

২১ লাখ টাকার স্বর্ণবার সহ যুবক আটক

২১ লাখ টাকার স্বর্ণবার সহ যুবক আটক

ছবি: সমকাল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২ | ২৩:৪৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০২২ | ২৩:৪৭

নাটোরের বড়াইগ্রামে ৩৫০ গ্রাম ওজনের স্বর্ণবার সহ আব্দুল হালিম (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নিয়মিত পুলিশি তল্লাসিকালে তাকে আটক করা হয়।

আটক আব্দুল হালিম মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার সিংগাইরচর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, নিয়মিত চেকপোষ্টে দায়িত্ব পালনকালে ঢাকাগামী ন্যাশনাল পরিবহনের একটি বাস চেক করে সন্দেহভাজন হিসেবে আব্দুল হালিমকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে হেফাজতে থাকা সাড়ে তিনশত গ্রাম (৩০ ভরি) স্বর্ণের একটি বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ২১ লাখ টাকা।

তিনি জানান, বড়াইগ্রাম থানায় এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করে সোমবার নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

আরও পড়ুন

×