ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

সেন্টমার্টিনে ভেসে আসা ‘জাহাজ’ সম্পর্কে যা জানা গেল

সেন্টমার্টিনে ভেসে আসা ‘জাহাজ’ সম্পর্কে যা জানা গেল

সেন্টমার্টিনে ভেসে আসা বার্জ। ছবি- সমকাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২ | ০৭:২৪ | আপডেট: ২৫ অক্টোবর ২০২২ | ০৭:২৪

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে ভেসে আসা মানুষবিহীন একটি জাহাজ নিয়ে রীতিমতো রহস্য তৈরি হয়। তবে খোঁজ নিয়ে জানা যায়, এটি জাহাজ নয়। এটি মূলত সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বার্জ। মেরিনা টোয়েজ প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন বার্জটি ১১০.৬ মিটার দীর্ঘ এবং ৩০ মিটার চওড়া।

বার্জ হলো মালবাহী নৌযান, যেটিকে অন্য কোনো নৌযান বা টাগবোট দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। বার্জের সাধারণত নিজস্ব ইঞ্জিন থাকে না।

সেন্টমার্টিন দ্বীপের কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাগিব তানজুম সমকালকে বলেন, বার্জটি একাধিকবার বাংলাদেশে এসেছে। তারই ধারাবাহিকতায় সোমবার বিদেশে চলে যাওয়ার সময় সিত্রাংয়ের প্রভাবে উত্তাল সমুদ্রে ভেসে সেন্টমার্টিন দ্বীপে ভেসে এসেছে।

তিনি আরও বলেন, বার্জটি নিয়ে যাওয়ার জন্য আট ইন্দোনেশিয়ান নাগরিক সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করছেন। কোস্টগার্ড সদর দপ্তরের নির্দেশে এটি নিয়ে যাওয়ার জন্য আমরা তাদের সহযোগিতা করছি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তালিকা থেকে জানা যায়, জার ওয়ার্ল্ড লজিস্টিকস নামের একটি স্থানীয় এজেন্ট বার্জটিকে ভাড়া করে বাংলাদেশে এনেছিল।

জার ওয়ার্ল্ড লজিস্টিকসের কর্মকর্তা জিন্নাত আলী জানান, মালামাল খালাস করে ক্যাপ্টেন এবং ক্রুসহ জাহাজটি দুদিন আগে চট্টগ্রাম বন্দর ছেড়ে চলে গেছে। বন্দর ছেড়ে চলে যাওয়ার পর কী হয়েছে সেটা আমাদের জানা নেই।

এদিকে চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বার্জটি চলতি বছর একাধিকবার বাংলাদেশে এসেছে। এটি মালয়েশিয়ার বন্দর থেকে ৯ হাজার টনের বেশি পাথর বহন করে বাংলাদেশে এনেছে।

এর আগে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা জানান, সোমবার দুপুরে সাগর থেকে জাহাজটি ধীরে ধীরে তীরের দিকে ভেসে আসে। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য মালামাল রয়েছে। 

দ্বীপের বাসিন্দা আব্দুল আজিজ বলেন, প্রথমে এটিকে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি, এটি কন্টেইনারবোঝাই জাহাজ। সেখানে কোনো মানুষের দেখা মেলেনি। পরে আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য নজির আহমেদ বলেন, মঙ্গলবার জাহাজটিকে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন বিদেশি মানুষ এসেছে। তারা জানিয়েছেন, এটি মালামাল পরিবহনের জাহাজ। মালামাল রেখে ফেরত যাওয়ার সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সেন্টমার্টিন তীরে ভেসে আসে।

whatsapp follow image

আরও পড়ুন

×