অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেনের শতাধিক যাত্রী
-samakal-63580b038d2a7.jpg)
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২ | ১০:১২ | আপডেট: ২৫ অক্টোবর ২০২২ | ১০:১২
বগুড়ার আদমদীঘিতে পরিদর্শনে এসে ভাঙা রেললাইন দেখে কি-ম্যান (চাবিওয়ালা) লাল কাপড় টাঙিয়ে দেন। এতে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল রাজশাহীগামী উত্তরা ট্রেনের শতাধিক যাত্রী।
আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইসবপুর এলাকায় ব্রডগেজ রেললাইনে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা লাইন মেরামত করার পর ট্রেন স্বাভাবিক চলাচল শুরু করে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের লাইন পরিদর্শনকালে কি-ম্যান ভাঙা অংশটি দেখতে পান। এরপর সেখানে লাল কাপড় টাঙিয়ে দেন। সেটি দেখে চিলাহাটি থেকে রাজশাহীগামী উত্তরা এপপ্রেস ট্রেনের চালক ট্রেন থামান।এরপর রেলওয়ের পিডব্লিউআই বিভাগের লোকজন সেখানে পৌঁছে ৩০ মিনিট মেরামত কাজ করার পর সকাল ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ওই ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
সান্তাহার রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিউআই) আফজাল হোসেন জানান, বিষয়টি হিলি বিভাগের কর্মকর্তাকে জানানো হয়েছে।
রেলওয়ের হিলি পিডব্লিউআই বিভাগের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, খবর পেয়ে দ্রুত রেলওয়ের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা ভাঙা অংশ মেরামত করেছেন।