দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ, প্রাণ গেল গৃহবধূর
প্রতীকী ছবি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ০৭:২০ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ০৭:২০
ময়মনসিংহের হালুয়াঘাটে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লোকজনের হামলায় ছোট ভাইয়ের স্ত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে।
পুলিশ জানায়, উপজেলার গাজিরভিটা ইউনিয়নের মহাজনিকান্দা গ্রামের রুস্তম আলী ও তার ভাই সমেদ আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছি। গত কিছুদিন ধরে চলা বিরোধ ক্রমশ বাড়ছিল। বৃহস্পতিবার সকালে বাগবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই সমেদ আলী তার ছেলেদের নিয়ে ছোট ভাই রুস্তম ও তার স্ত্রী মনোয়ারা খাতুনের ওপর হামলা করে। পরে গুরুতর আহত অবস্থায় মনোয়ারা খাতুনকে (৩৫) উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সবাই পালানোর চেষ্টা করে। এ সময় হালুয়াঘাট থানার একদল পুলিশ অভিযান চালিয়ে সমেদ আলীর ছেলে সামেদুল ইসলামকে আটক করে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- নিহত
- জমি নিয়ে বিরোধ
- আটক
- ময়মনসিংহ
- গফরগাঁও