ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শেরপুর প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষকের

শেরপুর প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষকের

প্রতীকী ছবি

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ০৮:২২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ০৯:০২

শেরপুর সদর উপজেলায় সেচের পানি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিনার আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে ঘটনা ঘটে। নিহত কিনার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের প্রয়াত আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, সেচের পানি দেওয়া নিয়ে উপজেলার সাতপাকিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে শাকিল তার সহযোগী তুফানু, মমিন, সেলিমদের সঙ্গে কিনার আলীর দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার কিনার আলী তার ক্ষেতে পানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলে বাধা দেন শাকিল। নিয়ে রাতে প্রতিবেশী কালাচান মিয়ার বাড়িতে সালিশ বৈঠক বসে। সময় দুই পক্ষে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে কিনার আলীর পেটে বুকে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে মারা যান কিনার আলী।

ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় পাচঁজন আহত হয়েছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


whatsapp follow image

আরও পড়ুন

×