শেরপুর প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল কৃষকের
প্রতীকী ছবি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ০৮:২২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ০৯:০২
শেরপুর সদর উপজেলায় সেচের পানি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিনার আলী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত কিনার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের প্রয়াত আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেচের পানি দেওয়া নিয়ে উপজেলার সাতপাকিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে শাকিল ও তার সহযোগী তুফানু, মমিন, সেলিমদের সঙ্গে কিনার আলীর দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার কিনার আলী তার ক্ষেতে পানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলে বাধা দেন শাকিল। এ নিয়ে রাতে প্রতিবেশী কালাচান মিয়ার বাড়িতে সালিশ বৈঠক বসে। এ সময় দুই পক্ষে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে কিনার আলীর পেটে ও বুকে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে মারা যান কিনার আলী।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাচঁজন আহত হয়েছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
- বিষয় :
- প্রতিপক্ষের ছুরিকাঘাতে
- কৃষক নিহত