ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

কাপড়ে পেস্ট করা স্বর্ণ নিয়ে বিমানবন্দরে আটক যাত্রী

কাপড়ে পেস্ট করা স্বর্ণ নিয়ে বিমানবন্দরে আটক যাত্রী

স্বর্ণ পেস্ট করা কাপড় ও আটক যাত্রী সারোয়ার রহমান। ছবি-সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ০৮:৪৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ১০:২৬

অভিনব কায়দায় আবুধাবি থেকে স্বর্ণ নিয়ে দেশে আসছিলেন যাত্রী সারোয়ার রহমান। সঙ্গে ছিল আরও দুটি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার। কিন্তু এ স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের ঘোষণাও দেননি তিনি। ফলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসল। 

সারোয়ারের কাছ থেকে স্বর্ণ পেস্ট করা প্যান্ট, গেঞ্জি ও আন্ডারওয়্যার উদ্ধার করা হয়। পরে ওসমানী বিমানবন্দরের কাস্টম বিভাগ তাকে আটক করে। যাত্রী সারোয়ার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে তাকে আটকের পর বিমানবন্দরে জিজ্ঞাসবাদ চলছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টমস সুপার সালেহ আহমদ সমকালকে বলেন, প্যান্ট, গেঞ্জি ও আন্ডারওয়্যারে পেস্ট করা কি পরিমাণ স্বর্ণ রয়েছে তা পরীক্ষা করা হচ্ছে। 

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে (বিজি-২২৮) ওসমানী বিমানবন্দরে আসেন সারোয়ার। দুপুরের দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় তল্লাশির সময় তার কাছ থেকে ২৩৪ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার পাওয়া যায়। যার কোনো ঘোষণা ছিল না। পরে তল্লাশি করে তার কাছে প্যান্ট, গেঞ্জি ও আন্ডারওয়্যারে পেস্ট করা স্বর্ণ পাওয়া যায়।

whatsapp follow image

আরও পড়ুন

×