ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

ঢাকাগামী বাস থেকে শিশুসহ উদ্ধার ৫৯, বাবা-ছেলে গ্রেপ্তার

ঢাকাগামী বাস থেকে শিশুসহ উদ্ধার ৫৯, বাবা-ছেলে গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ০৮:৫৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ০৮:৫৩

বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়ার সময় ঢাকাগামী বাস থেকে নারী-শিশুসহ ৫৯ জনকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মানব পাচার চক্রে জড়িত সন্দেহে মো. লিটন গাজী (৫৪) ও তাঁর ছেলে সোহাগ গাজীকে (১৯) আটক করা হয়।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লিটন ও সোহাগ নড়াইলে একটি ইটভাটায় কাজ দেওয়ার কথা বলে বুধবার রাতে দরিদ্র পরিবারের ৫৯ সদস্যকে চট্টগ্রামের হাটহাজারী নিয়ে যাচ্ছিলেন। রূপসার খানজাহান আলী সেতু পার হওয়ার পর বিষয়টি বুঝতে পেরে বাসে আরোহীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় ধাওয়া করে ফকিরহাট উপজেলার খুলনা-মাওয়া মহাসড়ক থেকে তাঁদের উদ্ধার ও দু'জনকে আটক করা হয়।

র‌্যাবের দাবি, উদ্ধার ব্যক্তিদের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে। 'মানব পাচারকারী' লিটন ও সোহাগ তাঁদের 'বিক্রির' উদ্দেশ্যে হাটহাজারী নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় মামলার পর বাবা-ছেলেকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ উদ্ধার ব্যক্তিদের বাড়ি পৌঁছে দিয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×