জাল টাকায় ভোট কেনাবেচা: ইসিতে সিরাজগঞ্জের তদন্ত প্রতিবেদন
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে জয় পাওয়া সুমন সরকার। ছবি- সংগৃহীত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ০৯:৫৬ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ০৯:৫৬
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ৪ নম্বর ওয়ার্ডে (রায়গঞ্জ) জাল টাকায় ভোট কেনাবেচার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। গত বুধবার রাতে নির্বাচন কমিশন (ইসি) বরাবর এ প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ফারুক আহাম্মদ জানান, মঙ্গলবার তিনি সরেজমিনে রায়গঞ্জ গিয়ে ভোটার, জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও প্রশাসন মিলিয়ে ১০২ ব্যক্তির লিখিত বক্তব্য নেন। এরপর ইসির বেঁধে দেওয়া তিন কর্মদিবসের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।গত ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন হয়। ভোটের আগের রাতে রায়গঞ্জে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী সুমন সরকার 'টাকার বান্ডিল' দেন। পরদিন ভোটে তিনি বিজয়ী হন। কিন্তু টাকা গ্রহণকারীরা দেখেন তাঁদের দেওয়া সব নোটই জাল। এর পরই বিষয়টি আলোচনায় আসে।