ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

আইন দিয়ে সবকিছু সম্ভব নয়, প্রয়োজন সচেতনতা: বন ও পরিবেশ মন্ত্রী

আইন দিয়ে সবকিছু সম্ভব নয়, প্রয়োজন সচেতনতা: বন ও পরিবেশ মন্ত্রী

কর্মশালায় বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন - সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১০:২১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ১০:৫৬

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, আইন দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সচেতনতা। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সবাইকে সবার আগে সচেতন হতে হবে। অংশীদারিত্বের মাধ্যমে পরিবেশ রক্ষার জন্য কাজ করাতে হবে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শ্রমজীবী, গাড়িচালক ও শ্রমিকদের নিয়ে সচেতনমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন রিনা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেন প্রমুখ।

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সিলেট পরিবেশ অধিদপ্তর কর্মশালাটি আয়োজন করে। এ সময় মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তা ছাড়াও স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

whatsapp follow image

আরও পড়ুন

×